Laptop Ribbon, Laptop Display Cable, Flex Cable, Laptop Screen Cable, LED Ribbon, LED Cable, LCD Ribbon, LCD Cable available WIT Computers


Laptop Ribbon! Laptop Ribbon...
ল্যাপটপ ডিসপ্লে নাকি রিবন নষ্ট?? জেনে নিন এখনই...
Laptop Ribbon, Laptop Display Cable, Flex Cable, Laptop Screen Cable, LED Ribbon, LED Cable, LCD Ribbon, LCD Cable available WIT Computers রবি ঠাকুরের “বীরপুরুষ” কবিতার ডাকাত দলের দেখা এই জামানায় না মিললেও, প্রযুক্তির অজ্ঞতার সুযোগে হতে পারেন নিজে থেকেই ডাকাতির শিকার। আধুনিক প্রযুুিক্তর যুগে ল্যাপটপট কম্পিউটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারন এটা খুব সহজে বহনযোগ্য। সহজ বহনযোগ্যতার কারনে ল্যাপটপ প্রযুক্তিবিদরা ল্যাপটপ-কে একটি ফোল্ডিং সিষ্টেমের মধ্যে আবদ্ধ করেছেন। যেহেতু ল্যাপটপের মূল অংশের সাথে তার মনিটরটি গভীর সম্পর্কযুক্ত, সেহেতু ল্যাপটপটি চালু হ্ওয়ার সাথে সাথে ডিসপ্লে প্রদর্শন করার জন্য একটি ফ্লাক্স ক্যাবল বা রিবন এর প্রয়োজন পড়ে। যার মাধ্যমে ব্যবহারকারী দৃশ্যায়িত হয়ে ল্যাপটপটি অপারেট করতে সক্ষম হউন। ল্যাপটপ রিবন প্রসংঙ্গে কিছু গুরুত্বপুর্ণ তথ্যঃ ✪✪ল্যাপটপের মনিটর এবং মূল বডির মধ্যেস্থলে ডাটা, উপাত্ত বা সংকেত স্থানান্তরের নিমিত্তে “রিবন”-কে থাকতে হয় ফোল্ডিং প্রেসার এর মধ্যে। সুতরাং যেকোন মুহূর্তে “রিবন”-টি ছিড়ে বা ফ্রাকটার হতে পারে। যার ফলে ডিসপ্লে অকার্যকর হয়ে যায়। সমাধানঃ নতুন ”রিবন” লাগাতে হবে। ✪✪যেহেতু “রিবন” সরাসরি ডিসপ্লে এবং মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে, সেহেতু মাদারবোর্ড থেকে সৃষ্ট উত্তাপের কারনে অনেক সময় “রিবন” বার্ণ হয়ে যায় বা পুড়ে গিয়ে থাকে। ফলশ্রুতিতে ডিসপ্লে অকার্যকর হয়ে যায়। সমাধানঃ নতুন ”রিবন” লাগাতে হবে। ✪✪ডিসপ্লে কালার মিসিং বা Color Mismanagement. “রিবন” ত্রুটি বা ফ্রাকচার এর কারনে ডিসপ্লে-তে প্রদর্শিত কালার মিসিং, মনিটরে লম্বা, খাড়া বা আড়াআড়ি দাগ বা রেখা দেখা দিতে পারে। সমাধানঃ নতুন ”রিবন” লাগাতে হবে। পরামর্শঃ ল্যাপটপের যেকোন ধরনের মেরামতের জন্য অবশ্যই অভিজ্ঞ এক্সপার্টের সরণাপন্ন হউন। ল্যাপটপ ডিসপ্লে নিয়ে কোন সমস্যার সমাধানের জন্য ”প্রথমত নিশ্চিত হউন যে কোনটা নষ্ট? ল্যাপটপের ডিসপ্লে নাকি রিবন নাকি মাদারবোর্ডের গ্রাফিক্স কন্ট্রোলার? ল্যাপটপ মেরামতকারী এমন অনেক টেকনিশিয়ান থাকতে পারে যারা অনভিজ্ঞতার কারনে অথবা অতিরিক্ত মুনাফার লোভে যা পরিবর্তনযোগ্য বা প্রায়োজনীয় নয় তাও পরিবর্তন করতে বলতে পারে। যা আপনার জন্য সময় এবং অর্থ উভয় ক্ষতির সামিল। তাই সকল দ্বিধা-দ্বন্দ-কে উর্দ্ধে রেখে চলে আসুন WIT Computers -এ। আমরাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, সেই ১৯৯৯ সাল থেকে আপনাদের সেবায় নিয়োজিত আছি। আমাদের কাছে পাবেন যেকোন মডেলের ল্যাপটপের জন্য অ্যারিজিনাল পার্টস্। WIT Computers www.witcomputers.com Hot Line: ✆ 01688666777 ☏ 02-9614603. ✆ 01713016513 ✐ Business Hour: (10:00AM To 08:00PM). ✐ Friday Hour: (03:00PM To 08:00PM).

No comments:

Post a Comment